
অমিত কুমার দাস,কলকাতা:
দরকার পড়লে যোগী আদিত্যনাথের থেকে কিছু বুলডোজার ভাড়া করুন বেআইনি নির্মাণ সংক্রান্ত মামলায় মন্তব্য বিচারপতি অভিজিৎ গাঙ্গুলীর।
শুক্রবার মানিকতলা থানা এলাকার বেআইনি নির্মাণ সংক্রান্ত মামলায় কলকাতা পুরসভার আইনজীবীকে উদ্দেশ করে এই মন্তব্য করেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলী।পাশাপাশি বিচারপতি গাঙ্গুলী বলেন কোন গুন্ডামি বরদাস্ত করবোনা, গুন্ডাদের কিভাবে শায়েস্তা করতে হয় আমি জানি। গুন্ডাদমন শাখার আধিকারিকরা জানে কিভাবে গুন্ডাদের শায়েস্তা করতে হয়।