
ওঙ্কার ডেস্ক:বাংলায় তৃণমূলকে জেতান,তাহলে কেন্দ্রে একটি ধর্ম নিরপেক্ষ ,প্রগতিশীল,সংবেদনশীল সরকার গঠিত হবে।মঙ্গলবার মালদহের বৈষ্ণবপুর জনসভা থেকে এমনই দাবি করলেন অভিষেক বন্দোপাধ্যায়,পাশাপাশি এদিন অভিষেক আরোও বলেন বিজেপি যদি তৃনমূলের একজন সাংসদকে ভাঙিয়ে নেয়,তাহলে আমরা বিজেপির চারজনকে কেড়ে নেবো।