
নিজস্ব প্রতিনিধি, নায়া দিল্লি: মঙ্গলবার রাতে টুকরো টুকরে সংঘাত ছবি নয়া দিল্লির কৃষি ভবনে। তৃণমূলের দাবি, দিল্লি পুলিশের ধাক্কা ধাক্কি, টানা হ্যাঁচড়ায় দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় হাতে চোট পেয়েছেন।
প্রসঙ্গত, কেন্দ্রীয় কৃষি ও গ্রামোন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতির সঙ্গে সন্ধ্যে ৬ টার সময় দেখা করার কথা ছিল অভিষেক সহ তৃণমূলের নেতাদের। সেই মতো সময়েই চিঠির বোঝা নিয়ে কৃষিমন্ত্রকে পৌঁছে যান তৃণমূল নেতৃত্ব। অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ নেতা-মন্ত্রী সাংসদ ও ‘বঞ্চিত’ দের প্রতিনিধিদের মিলিয়ে ৪০ জন ছিল প্রতিনিধি দলে। প্রায় ঘন্টা দেড়েক বসে থাকার পর মন্ত্রী তৃণমূলের প্রতিনিধি দলকে খবর পাঠান তিনি মাত্র ৫ জনের সঙ্গে দেখা করতে পারবেন। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, তাঁরা ৪০ জনই মন্ত্রীর সঙ্গে দেখা করবেন। এই অবস্থানে অনড় ছিলেন অভিষেক। রাত ৯ টা পর্যন্ত অপেক্ষা করে তারপর মন্ত্রক ছেড়ে বের হয়ে যান মন্ত্রী। কিন্তু অভিষেকের নেতৃত্বে তৃণমূলের প্রতিনিধি দলের সদস্যরা মন্ত্রীর ঘরের সামনে করিডরে বসে পড়েন। পুলিশ কিছুক্ষণ সময় দিয়ে দফ্তর খালি করে দেওয়ার কথা জানায়। যদিও তৃণমূলের প্রতিনিধি দল দিল্লি পুলিশের আবেদনে কর্ণপাত করেনি। এরপরই পুলিশ সকলকে চ্যাংদোলা করে তুলে নিয়ে যায়, বলে অভিযোগ। দিল্লি পুলিশের তরফে উত্তর দিল্লির জাহাঙ্গীরপুরীর কাছে, মুখার্জি নগর পুলিশ লাইনে নিয়ে যাওয়া হয় তৃণমূল কংগ্রেসের নেতাদের।
ঘটনা কে কেন্দ্র করে উত্তপ্ত দিল্লির রাজনীতি। যার ঢেউ বাংলায় এসে পৌঁছতে সময় লাগে নি। বাংলার বিভিন্ন জায়গায় শুরু হয়েছে পথ অবরোধ।