
সঞ্জয় মাঝি, ডায়মণ্ড হারবার : সদ্য শেষ হয়েছে অষ্টদশ লোকসভা ভোট. তার আগে প্রায় দুমাস লাগাতার প্রচার করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়. আর নির্বাচন শেষ হতেই নিজের এক্স পোস্ট করে তিনি জানিয়েছিলেন, রাজনীতি থেকে সাময়িক বিরতি নিতে চলেছেন. তবে, তার দুদিনের মধ্যেই নিজের লোকসভা ডায়মণ্ড হারবারে কর্মীদের সঙ্গে দেখা করে শুভেচ্ছা বিনিময় করেন দলের সেকেন্ড ইন কমান্ড.