
ওঙ্কার ডেস্ক : আবহাওয়ার তাপমাত্রা কমলেও ভোটবঙ্গে রাজনীতির পারদ নামার কোনও নামগন্ধ নেই. মহিলাদের উদ্দেশ্যে অশালীন মন্তব্য করে বিতর্কে জড়ালেন শুভেন্দু অধিকারী. এবার এ নিয়ে নাম না করে বিরোধী দলনেতা বিঁধলেন অভিষেক. বৃহস্পতিবার বীরভূম লোকসভা কেন্দ্রের রামপুরহাটের জনসভায় ভার্চুয়ালি বক্তব্য রাখার সময় তৃণমূল নেতা বলেন, ‘বিজেপির একজন নেতা মহিলাদের উদ্দেশ্যে অশালীন শব্দবন্ধ ব্যবহার করেছেন. এরা কী করে নারী ক্ষমতায়ন নিয়ে কথা বলে ?’