
১৬ বছরের বিবাহিত সম্পর্কে ভাঙন নিয়ে কম জলঘোলা হচ্ছে না। সর্বত্র কান পাতলেই শোনা যাচ্ছে, ঐশ্বর্যর সঙ্গে উন তাঁর শাশুড়ি ও ননদের সম্পর্ক প্রায় তলানিতে ঠেকে। শোনা যায়, শ্বশুরবাড়ি ছেড়ে বাপের বাড়িতে গিয়ে উঠেছেন। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে
কেন ভাঙছে অভিষেক-ঐশ্বর্যর বিয়ে?কেন অবসান ঘটল ১৫ বছরের দাম্পত্য জীবনের?
বর্তমানে বলিউডের হট টপিক বচ্চন পরিবার। অমিতাভ বচ্চনের সম্পত্তির ভাগাভাগি থেকে শুরু করে অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চনের ডিভোর্স, জল্পনা সর্বত্র। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে অভিষেক-ঐশ্বর্যর বিচ্ছেদের একাধিক খবর ছড়িয়ে পড়ছে। বিভিন্ন উৎসব অনুষ্ঠানে গোটা বচ্চন পরিবারকে একসঙ্গে দেখা গেলেও নাকি ভেতর ভেতর চিড় ধরেছে সম্পর্কে, এমনটাই গুঞ্জন বলিউডের অন্দরেও। কিন্তু হঠাৎ কেন এমন ঘটল বচ্চন পরিবারে?
সম্প্রতি বিচ্ছেদের খবরে শিলমোহর দিয়েছেন অভিষেক বচ্চন নিজেই। সাম্প্রতিককালে তার বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে, যেখানে তার হাতে বিয়ের আংটি দেখা যাচ্ছে না। অথচ এই আংটি কখনও খুলতেন না অভিষেক। এমনকি, ঐশ্বর্যর জন্মদিনেও দায় সারাভাবে তাকে শুভেচ্ছা জানিয়েছিলেন জুনিয়র বচ্চন। এদিকে সাম্প্রতিক খবর অনুসারে সোশ্যাল মিডিয়াতে নাকি বৌমা ঐশ্বর্যকে আনফলো করে দিয়েছেন খোদ অমিতাভ বচ্চন। অবশ্য দ্বি-মত পোষণ করে কেউ কেউ বলছেন অমিতাভ কোনোদিনই ঐশ্বর্যকে ফলো করতেন না।
পাশাপাশি অভিষেককে ছাড়া একাই বিভিন্ন অনুষ্ঠানে যেতে দেখা যাচ্ছে ঐশ্বর্যকে। বিশেষ করে মুকেশ আম্বানির বাড়ির বিভিন্ন অনুষ্ঠানে অভিষেককে ছাড়া শুধু ঐশ্বর্য এবং আরাধ্যার উপস্থিতি বারবার প্রশ্ন তুলেছে ভক্তদের মনে। অমিতাভের নাতি অগস্ত্য নন্দার ‘দ্য আর্চিজ’-এর প্রিমিয়ারে গোটা বচ্চন পরিবার উপস্থিত থাকলেও, সেখানে ঐশ্বর্যকে এড়িয়ে চলছিলেন অভিষেককে। এমনটাই নেটিজেনদের মনে হয়েছে ভিডিও দেখে।
নিন্দুকদের দাবি, শাশুড়ি ও ননদের সঙ্গে নাকি সম্পর্ক ভালো নয় ঐশ্বর্য-র। আর স্বামীর সঙ্গে নিত্যদিন ঝামেলা তো লেগেই থাকে। ঐশ্বর্য নিজেই একবার একটি সাক্ষাৎকারে তাদের দাম্পত্য সিক্রেট তুলে ধরেছিলেন। তিনি বলেন, অভিষেকের সঙ্গে তার রোজ ঝগড়া হয়। তবে সেটা কোনও বড় অশান্তি নয়, স্রেফ বাদানুবাদ। আর অভিষেকই ঝামেলা মিটিয়ে নিতে আগে এগিয়ে আসেন সব সময়। এছাড়া, বচ্চন পরিবারের সম্পত্তির ভাগাভাগি নিয়েও বেশ জল্পনা শুরু হয়েছে ভক্ত মহলে। এখন আসল সত্যিটা কবে বেরোয় সে দিকেই তাকিয়ে ভক্তগণ।