
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অভিষেক বন্দোপাধ্যায়ের চপারে আয়কর হানা। বেহালা ফ্লাইং ক্লাবে ট্রায়াল রানের সময় হানা দেয় আয়কর দফতরের আধিকারিকরা। তৃণমূলের অভিযোগ,ট্রায়াল রানের সময় আচমকা হানা দেয় আয়কর দফতর। দীর্ঘক্ষণ ধরে চপার আটকে তল্লাশি অভিযান চালানো হয় বলেও অভিযোগ। তল্লাশি চলানোর সময় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তাক্ষীর সঙ্গে বচসায় জড়িয়ে পরেন আয়কর আধিকারিকরা। সূত্রের খবর,মমতা বন্দোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো কোন হেভিওয়েট যখন চপারে করে যান তখন তার আগে চপারটি ট্রায়েল রান করা হয়।নিরাপত্তার খাতিরে এই ট্রায়াল রান করা হয়। রবিবার ঠিক তেমনি ট্রায়াল রান করা হচ্ছিল।
সেই সময় আয়কর দফতর তল্লাশি চালায়। সূত্রের খবর, বেহালা ফ্লাইং ক্লাব থেকে হলদিয়ায় উড়ি যারা কথা ছিল চপারটি। তখনি আচমকা হানা দেয় আয়কর আধিকারিকরা। প্রায় ঘন্টা খানেক ধরে চলে তল্লাশি। পাইলটের সঙ্গে ও কথা বলেন আধিকারিকরা। যদিও এই ঘটনার পর এই নিয়ে মুখ খোলেন খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। টুইটে তিনি দাবি করেন চপারে আয়কর হানায় কিছু উদ্ধার হয়নি। এই বিষয়টি রাজনৈতিক প্রতিহিংসা বলে মনে করছে তৃণমূল। মাঠে নেমে পরেছেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। কড়া নিন্দা করেছেন তিনি। বলেন, এই অভিযান সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসা। তল্লাশিতে কিছু উদ্ধার হয়নি। অভিষেকের নিরাপত্তারক্ষীরা যখন তল্লাশির ছবি তোলার চেষ্টা করেন তখন বাগ বিতন্ডায় জড়িরে পরেন আয়কর আধিকারিকরা। পাল্টা জবাব দিয়েছেন দিলীপ ঘোষ। তার দাবি, যে কোম্পানির চপার সেই কোম্পানির ট্যাক্স দিয়েছে কি না। লাইসেন্স ঠিক আগে কি না দেখতে আয়কর আধিকারিকরা তল্লাশি চালায়।