
ওঙ্কার ডেস্ক : লোকসভা ভোটের আগে উত্তরবঙ্গে বিশেষ নজর দিচ্ছে তৃণমূল. একের পর এক জেলায় সভা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়. শনিবার কোচবিহারের তৃণমূল প্রার্থীর সমর্থনে সীতাইয়ে রোড শো করলেন অভিষেক. সেখান থেকে কড়া ভাষায় নিশানা করলেন কেন্দ্রীয় সরকারকে. তিনি বলেন, ‘কালো টাকা তো ধ্বংস হয়নিই, উল্টে নোটবন্দির জেরে আজ দেশের অর্থনীতি রসাতলে’