
স্পোর্টস ডেস্ক : ভারতের সহকারী কোচ অভিষেক নায়ার আর ফিল্ডিং কোচ টি দিলীপকে ছাঁটাই করছে বিসিসিআই। জানা গিয়েছে, ভারতীয় দলের এক হাই-প্রোফাইল সাপোর্ট স্টাফের সঙ্গে ঝামেলার জেরেই তাঁকে সরিয়ে দেওয়া হচ্ছে। যদিও কারণ হিসেবে বর্ডার-গাভাসকর ট্রফির ব্যর্থতাকে দেখানো হচ্ছে। শোনা যাচ্ছে, অভিষেককে সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে বিসিসিআই। বোর্ডের এক সূত্র বলেন, ‘সম্প্রতি টেস্ট সিরিজে ব্যর্থতার জন্যই নায়ারকে সরানো হচ্ছে। কিন্তু বোর্ডের অনেকেই মনে করছেন, তাঁকে বলির পাঁঠা বানানো হয়েছে। একজন সিনিয়র তারকার সঙ্গে সাপোর্ট স্টাফের এক গুরুত্বপূর্ণ সদস্যের ঝামেলার জেরেই তাঁকে সরতে হচ্ছে।’ ফিল্ডিং কোচ টি দিলীপ এবং স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ সোহম দেশাইকেও ছাঁটাই করা হবে। ভারতীয় দলে তিন বছর হয়ে গিয়েছে তাঁদের।
সাপোর্ট স্টাফের সময়সীমা তিন বছর বরাদ্দ করা হয়েছে। ভারতের প্রথম স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ আদ্রিয়ান লি রুকসকে আবার ফেরানো হবে। ২০০৩ বিশ্বকাপের সময় সৌরভ গাঙ্গুলির দলে ফিটনেস সংস্কৃতি তৈরি করেছিলেন তিনি। যদিও এই প্রসঙ্গে কিছু বলতে চাননি বিসিসিআই সচিব।