
নিজস্ব সংবাদদাতা, ওঙ্কার বাংলা: আবারো উত্তপ্ত যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর। সংঘর্ষে জড়ালেন এবিভিপি এবং নকশাল পন্থী আরএসএফের কর্মীরা। যাদবপুর বিশ্ববিদ্যালয় চার নম্বর গেটের সামনে রীতিমতো হাতাহাতিতে জড়িয়ে পড়েন এবিভিপি এবং আরএসএফের কর্মীরা। স্বপ্নদীপ কান্ডের প্রতিবাদে এবিভিপির অবস্থান কর্মসূচীতে বৃহস্পতিবার যোগ দিতে এসেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন শুভেন্দু অধিকারী কে কালো পতাকা দেখানোর অভিযোগ ওঠে নকশালপন্থী আর এস এফ এর বিরুদ্ধে। এরপরই দুপক্ষের সংঘর্ষ শুরু হয়। ঘটনায় বেশ কয়েকজন আহত হন বলে জানা গিয়েছে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।