
অরূপ পোদ্দার, শিলিগুড়ি: ABVP র উত্তর কন্যা অভিযান ঘিরে রণক্ষেত্র শিলিগুড়ি। ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা এবিভিপি সমর্থকদের ,পুলিশের সঙ্গে ধস্তাধস্তি।পাল্টা সমর্থকদের লাঠি চার্জ পুলিশের।সব মিলিয়ে সন্দেশখালির উত্তেজনার আঁচ শিলিগুড়িতে ও।পুলিশ – এবিভিপি সংঘর্ষে উত্তাল শিলিগুড়ির। পুলিশের ব্যাপক লাঠি চার্জ।সন্দেশখালি সহ রাজ্যের বিভিন্ন এলাকায় নারীদের ওপর অত্যাচারের ঘটনা ঘটছে ,কিন্তু নির্বিকার পুলিশ ও প্রশাসন এই অভিযোগে সোমবার উত্তর কন্যা অভিযান করে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। । সংগঠনের পক্ষ থেকে দুপুর একটার পর শিলিগুড়ি হিন্দি হাই স্কুলের সামনে থেকে একটি মিছিল করে উত্তর-পান্না উদ্দেশ্যে রওনা হয় প্রায় ৩০০ জন এবিবিপি সদস্য। পুলিশের পক্ষ থেকে এই অভিযানের অনুমতি না থাকার কারণে শিলিগুড়ির তিনরাত্রি মোড় এলাকায় ব্যারিকেড করে মিছিল আটকে দেয় পুলিশ। মিছিলটি আটকে দেওয়ার ফলে পুলিশের সাথে ব্যাপক ধস্তাধস্তি শুরু হয় এবিভিপি কর্মী সমর্থকদের। সমর্থকরা পুলিশের উপর চড়াও হলে পুলিশের তরফ থেকেও লাঠিচার্জ করা হয়। এই ঘটনায় বেশ কয়েকজনকে আটক করেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ।