
নিজস্ব প্রতিবেদক, মহেশতলা : মর্মান্তিক দুর্ঘটনা।জলে ডুবে মৃত্যু এক যুবকের। মৃত ওই যুবকের নাম শৈবাল মন্ডল ।বয়স ২৩ বছর। ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার মহেশতলা পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের মেলাঘাটা মণ্ডলপাড়ায়। সূত্রের খবর, বাড়ি ফেরার সময়, বাড়ি থেকে একটু দূরে, এক পরিত্যাক্ত পুকুরের জলে ডুবে মৃত্যু এক যুবকের।স্থানীয় সূত্রে খবর, তান্ডব না চালালেও দানার প্রভাবে বৃষ্টি হয়েছে সবত্র। বৃষ্টির জলে মন্ডলপাড়ায় পরিত্যক্ত পুকুরের জল রাস্তা উপর উঠে যায়। পুকুর রাস্তা বুঝতে না পেরে বাইক নিয়ে পুকুরে পড়ে যায় ওই যুবক সহ তার দুই বন্ধু। পড়ে যাওয়ার পর তিন যুবক ডাঙ্গায় উঠে আসে। এরপর বাইকটিকে তুলতে এক যুবক আবার পুকুরে নামেন কিন্তু পুকুরটি গভীর হওয়ায় সে তলিয়ে যায়। খবর দেওয়া হয় মহেশতলা থানায়। স্থানীয়দের প্রচেষ্টায়এবং পুলিশের সহযোগিতায় বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর ওই যুবককে উদ্ধার করে বেহালার বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে।