
ওঙ্কার ডেস্ক:সাধু বা সন্তের যেরকম চরিত্র হওয়া উচিত ,ওনার চরিত্র সেরকম নয়।তিনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে এলাকায় পরিচিত।নাম না করে কার্তিক মহারাজকে সরাসরি সমালোচনা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।পাশাপাশি তৃনমূল কে কটাক্ষ করে বলেন,ওরা ধর্ম নিয়ে রাজনীতি করে।ওদের মুখে সমালোচনা মানায় না।