
ওঙ্কার ডেস্ক:সাধারণ মানুষের অভাব ও অভিযোগের দিকে নজর নেই তৃনমূল – বিজেপির।মোদী ও দিদি পরিকল্পিত ভাবে মানুষের নজর ঘোরাতে আলোচনার কেন্দ্রে এনেছেন ইডি , সিবিআই এবং সি এ এ ও এন আর সি প্রসঙ্গকে।বুধবার বহরমপুরে সাংবাদিক বৈঠক করে কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে এমনই অভিযোগ আনলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী