
ওঙ্কার ডেস্ক:বাংলার চিকিৎসকদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।চিকিৎসকদের সঙ্গে আলোচনা না করে ,তাদের অপরাধী প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে।আর জি কর নিয়ে ফের বিস্ফোরক মন্তব্য কংগ্রেস নেতা অধীর চৌধুরীর। সোমবার বহরমপুরে সাংবাদিক বৈঠক করে এই প্রবীণ কংগ্রেস নেতা। এই বৈঠকে আর জি কর প্রসঙ্গে তিনি আরও বলেন
অপরাধীদের সঙ্গে শাসক দলের যোগ রয়েছে।না হলে এতবড় কান্ড ঘটতো না। তৃনমূলের নেতা নেত্রীরা জড়িত বলেই পুলিশ এখন বিষয়টি ধামাচাপা দিতে চাইছে।উল্লেখ্য এর আগেও একাধিক বার আর জি কর কাণ্ডের সঙ্গে তৃণমুলের যোগ সাযোগের অভিযোগ এনেছেন অধীর,বুধবারও ফের একই অভিযোগ করলেন তিনি