
ওঙ্কার ডেস্ক:ডাক্তাররা আন্দোলন করে ইতিহাস সৃষ্টি করেছ।তবে ওনার ডাক্তার বলেই মমতা বন্দোপাধ্যায় মাথা নিচু করেছেন।কিন্তু শিক্ষকেরা পারেন নি,তারা দীর্ঘদিন আন্দোলন করেও দাবি আদায় করতে পারেন নি । মঙ্গলবার চিকিৎসকদের আন্দোলনের প্রশংসা করার পাশাপাশি শিক্ষকদের আন্দোলন নিয়ে এমনই মন্তব্য করলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী।
উল্লেখ্য পুলিশের একাংশের হস্তক্ষেপে আর জি কর কাণ্ডের তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে বলে দাবি করেছে সিবিআই ।এবার এর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমা চাওয়া উচিত বলে দাবি করলেন অধীর চৌধুরী। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে তিনি বলেন পুলিশ তথ্য প্রমাণ লোপাট করেছে ।এর জন্য রাজ্যের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর ক্ষমা চাওয়া উচিতপাশপাশি তিনি দাবি করেন প্রতিটি থানাকেই তৃনমূল নেতারা পরিচালনা করেন।