
ওঙ্কার ডেস্ক : আরামবাগ, কৃষ্ণনগরের পর বুধবার বারাসতের জনসভাতেও সন্দেশখালি প্রসঙ্গ তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ প্রসঙ্গে মোদিকে চাঁচাছোলা আক্রমণ করেন অধীর চৌধুরী। তিনি বলেন, ‘ভোটের আগে সন্দেশখালি ইস্যুকে হাতিয়ার করে প্রচার চালাচ্ছে বিজেপি’। পাশাপাশি প্রদেশ কংগ্রেস সভাপতির অভিযোগ, ‘বাংলায় বিভাজনের রাজনীতি করছেন প্রধানমন্ত্রী। দুই সম্প্রদায়ের মধ্যে দূরত্ব বাড়িয়ে ভোটে ফায়দা লুটতে চায় গেরুয়া শিবির’।