
অনুসূয়া সিনহা, প্রতিনিধি: দুর্গাপুরের বেনাচিতির মহিষ্কাপুরে প্রভাত সংঘ দুর্গাপুজো কমিটির খুঁটি পূজো অনুষ্ঠিত হলো রবিবার। এই পুজোটি দুর্গাপুরের একমাত্র মহিলাদের দ্বারা পরিচালিত দুর্গাপুজো। এই বছর এই পুজো তিন বছরে পদার্পণ করল। এ বছরের তাদের থিম ভগবান শিবের মন্দিরের আদলে আদি যোগী শিব শক্তিধাম। তাঁদের পুজোর বাজেট প্রায় ১৭ লক্ষ টাকা। গত বছর তাঁদের থিম কেদারনাথ মন্দির দর্শকদের ভীষণভাবে মন কেড়ে নিয়েছিল। দুর্গাপুরের আদি যোগী শিব শক্তি ধাম নিয়েও যথেষ্ট আশাবাদী সেখানকার উদ্যোক্তারা।