
আমজাদ শেখ,পূর্ব বর্ধমান:
মাহাতো ও কুর্মি সম্প্রদায়কে SC এবং ST সার্টিফিকেট দেওয়ার বিরুদ্ধে পূর্ব বর্ধমানের কার্জন গেট চত্বরে প্রতিবাদ মিছিল ও অবস্থান বিক্ষোভ আদিবাসি সম্প্রদায়ের।শুক্রবার মেদিনীপুর,পূর্ব বর্ধমান,পুরুলিয়া,বাঁকুড়া,বীরভূম সহ অন্যান্য জেলা থেকেও কয়েক হাজার আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা এই মহামিছিলে অংশগ্রহণ করেন।
তাঁদের দাবি মাহাতো ও কুর্মি সম্প্রদায়ের মানুষেরা ওবিসি হয়েও SC, ST র সমস্ত সুযোগ সুবিধা নিচ্ছেন ,। এর ফলে আদিবাসী সম্প্রদায়ের মানুষরা প্রতি ক্ষেত্রে সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।
তাই এদিন জেলা শাসকের কাছে তাদের অভিযোগ জানাতে কয়েক হাজার আদিবাসী বর্ধমানের সড়কে বিক্ষোভ মিছিল করে কার্জনগেট চত্বরে জমায়েত হন।