
তামসী রায় প্রধান, ওঙ্কার বাংলাঃ শনিবার গভীর রাতে বান্ধবীর সঙ্গে দেখা করতে গিয়েই বিপত্তি। হাতেনাতে ধরা পড়লেন এলাকার দাপুটে তৃণমূল নেতা। মাঝরাতে তৃণমূল নেতা এবং তাঁর বান্ধবীকে আপত্তিজনক অবস্থায় দেখতে পেয়ে, গাছে বেঁধে পেটাল গ্রামবাসীরা। এমনকী দাপুটে নেতার মাথায় ঘোলও ঢালা হয় বলে জানা গিয়েছে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের দাসপুরে।
দাসপুর ১ নম্বর ব্লকের নিজনাড়াজোল গ্রাম পঞ্চায়েতের চণ্ডীপুর এলাকার শাসক দলের দাপুটে নেতা অনন্ত দোলুই। স্থানীয় সূত্রে খবর, এলাকার এক বিবাহিত মহিলার সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়েছিলেন অনেকদিন আগেই। শনিবার রাতে অনন্ত এবং সেই মহিলাকে সঙ্গমরত অবস্থায় দেখে ফেলেন স্থানীয়রা। এরপর গ্রামবাসীরা দু’জনকে পাকড়াও করে গাছের সঙ্গে বেঁধে উত্তম-মধ্যম পেটায়। ওই তৃণমূল নেতার মাথায় ঘোল ঢেলে দেন এলাকাবাসীরা। সেই দৃশ্য অনেকেই মোবাইলে ক্যামেরাবন্দিও করেছেন। সেই ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। সূত্রের খবর, রবিবার সকাল বেলায় পুলিশ বাহিনী এসে তৃণমূল নেতা ও তাঁর বিবাহিতা বান্ধবীকে উদ্ধার করে নিয়ে যায়। ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।