স্পোর্টস ডেস্ক: সুনীল ছেত্রীর ১৫০তম আন্তর্জাতিক ম্যাচকে স্মরণীয় করে রাখতে পারলেন না তাঁর সতীর্থরা। সুনীল নিজে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দিলেও দ্বিতীয়ার্ধে তিনি মাঠ ছেড়ে চলে যাওয়ার পরই ১৮ মিনিটের মধ্যে দু-দু’টি গোল করে ভারতকে হারিয়ে দেয় আফগানিস্তান।
ভারতীয় ফুটবলারদের সেই পুরনো রোগই তাদের ফের ব্যর্থতার অন্ধকারে ঢেকে দেয় এ দিন। একাধিক গোলের সুযোগ হাতছাড়া করে এ বার বিশ্বের ১৫৮ নম্বর দেশের কাছেও হারতে হল তাদের। যে ম্যাচ অন্তত তিন গোলে জেতা উচিত ছিল, ঘরের মাঠে সেই ম্যাচ ১-২-এ হেরে মাঠ ছাড়লেন ইগর স্টিমাচের দলের ফুটবলাররা।হারের পরে ভারতীয় কোচ ইগর স্টিমাচকে শুনতে হল গো ব্যাক স্টিমাচ আওয়াজ। যদিও চিন্তা করছেন না ভারতের এই বিদেশী কোচ। তার কথায়,’এগিয়ে থেকেও হারটা হজম করা সত্যিই কষ্টের। তবে আমরা ঘুরে দাঁড়াবো পরবর্তী ম্যাচগুলোতে এটা আমার বিশ্বাস। আর যখন ভালো করব এরাই আমাদের হয়ে গলা ফাটাবে। তাই এই সব নিয়ে পাত্তা দিচ্ছি না।জুনে দুটো প্রস্তুতি ম্যাচে দল ভালো সময় পাবে। ঠিক ঘুরে দাঁড়াব তখন।’ম্যাচের পরে সুনীলকে হতাশায় কপালে হাত রাখতে দেখা যায়।ভারতীয় সময়ে বুধবার রাত ১২.৩০-এ যদি কাতারের কাছে হেরে যায় তিন পয়েন্ট নিয়ে গ্রুপের একেবারে নীচে থাকা কুয়েত, তা হলে দুই দলই স্বস্তি পাবে। কিন্তু উল্টো ফল হলে বা ড্র হলে ভারতকে সরিয়ে দু’নম্বর জায়গাটা দখল করবে এই কুয়েতই। এশীয় বাছাই পর্বের দ্বিতীয় রাউন্ডে দ্বিতীয় হারের ফলে ভারতের তৃতীয় রাউন্ডে যাওয়ার রাস্তা কঠিন হয়ে গেল। এই রাউন্ডের গণ্ডী পেরোতে গেলে জুনের প্রথম সপ্তাহে ঘরের মাঠে কুয়েতের বিরুদ্ধে জিততেই হবে সুনীল ছেত্রীদের। কাতারের বিরুদ্ধেও ভাল খেলতে হবে তাদের।