
সুকান্ত চট্টোপাধ্যায়,বারাসাত:
বুধবার রাতে বারাসাতে নাগরিক সমাজের রাত জাগো কর্মসূচিতে অশান্তি সৃষ্টি করার অভিযোগে ১৮ জনকে গ্রেফতার করেছিলো পুলিশ।সেই আঠারো জনের মধ্যে পাঁচজন মহিলাও ছিলেন।সেই আঠারো জনের নামে কেস ফাইল করে বারাসত আদালতে পাঠানো হয়েছে পুলিশির এই অতি সক্রিয়তার প্রতিবাদে ,বৃহস্পতিবার বারাসাত কোর্টের সামনে বিক্ষোভে নামেন আন্দোলনকারীরা।
তাদের দাবি শান্তিপূর্ণ মিছিলের উপর হামলা চালিয়েছিলো পুলিশ।মারধোর করা হয়েছে মহিলা ও বাচ্চাদের।
তারা আরো বলেন যে সকল আন্দোলনকারীদের গ্রেফতার করা হয়েছে তাদের মুক্তি দিতে হবে।উল্লেখ্য গোটা রাজ্যের মতো বুধবার বারাসতেও রাত দখলের কর্মসূচি পালন করা হয়েছিল। কিন্তু সেখানে জোর করে প্রতিবাদীদের সরিয়ে দেওয়ার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। এদিকে প্রতিবাদীদের মারধরেরও অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। অপরদিকে বারাসত পুলিশ দাবি করে, মহিলা পুলিশকর্মীদের সঙ্গে অভব্য আচরণ করায় নাকি গ্রেফতার করা হয়েছে ১৮ জনকে।