
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজভবন চত্বরে অবস্থানের জট কাটলো না।
আগামী মঙ্গলবার পরবর্তী শুনানি। সেদিনই রাজ্যের তরফে এই সংক্রান্ত অনুমতির বিষয়ে জানাবেন অ্যাডভোকেট জেনারেল ।
বৃহস্পতিবার মামলার শুনানি তে রাজ্য জানায় এই রবিবার, ৩০ শে জুন সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত শুভেন্দু অধিকারী ভোট পরবর্তী সন্ত্রাসে আক্রান্তদের নিয়ে অবস্থানে বসতে পারেন।
কিন্তু শুভেন্দু অধিকারীর আইনজীবী জানান এই রবিবার না করে শনিবার করা যেতে পারে। কারণ রবিবার প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান আছে।আদালতের পরামর্শ, তাহলে পরের রবিবার মানে ৭ ই জুলাই অনুমতি দেওয়া যেতে পারে।
তার প্রেক্ষিতে এজি কিশোর দত্ত জানান, আমাকে রাজ্যের কাছ থেকে নির্দেশিকা নিয়ে আদালতকে জানাতে হবে।