
স্পোর্টস ডেস্ক : ভারতীয় ফুটবলের ‘ম্যাচ ফিক্সিংয়ে ‘ বিদেশির কালো হাত। এর আওতার বাইরে নয়, কলকাতা ফুটবলও। আর সেই কারণেই নড়েচড়ে বসেছে সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশনের সংহতি ( Integrity ) ডিপার্টমেন্ট। তারা এই মর্মে সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশনের আওতায় থাকা সমস্ত সংস্থাকে একটি মেইল করেছে। সংহতি সতর্কীকরণ ( Integrity Alert )। সেই মেইল এসে পৌঁছে রাজ্য ফুটবলের সর্বোচ্চ সংস্থা আইএফএ-র কাছে। তারও তাদের অনুমোদিত বাংলার ক্লাব গুলিকে সতর্ক করে দিয়েছে।
এই নিয়ে আইএফএ সচিব অনির্বান দত্ত বলেন , ” ফুটবলের সংহতি যাতে নষ্ট না হয়, তার জন্য আমরা সতর্ক করে চিঠি শেয়ার করে দিয়েছি। এই ব্যাপারে আমাদের যতটা কঠিন হওয়া প্রয়োজন, ততটাই কঠিন হব। ইতিমধ্যেই দুটো ক্লাব তদন্তের আওতায় আছে। এই ধরণের কার্যকলাপ কিছুতেই বেড়ে উঠতে দেওয়া যাবে না। শুরুতেই সপাটে নির্মূল করতে হবে।”
কিছুদিন আগেই সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে ও সচিব এম সত্যনারায়ণকে সিসি রেখে , একটি মেইল সার্কুলেট করেন Integrity officer জাভেদ সিরাজ। সেই মেইলের একটি প্যারায় পরিষ্কার উল্লেখ করা রয়েছে , চীনের সাম ( Sam) বলে একজন ভারতের বিভিন্ন ফুটবল ক্লাবকে ম্যাচ ফিক্সিংয়ের জন্য প্রলোভন দেখাচ্ছে। এই মেইল এএফসির দপ্তর কুয়ালালামপুরের Integrity ইউনিটকেও জানান হয়েছে। প্রয়োজনে তারা তদন্ত করতে