
স্পোর্টস ডেস্ক : গ্রামবাংলার ক্ষুদে প্রতিভা দের সঠিক পরিকল্পনা ভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে তাদের প্রতিভা বিকাশের লক্ষ্যে প্রয়াস নিল আইএফএ। রাজ্য ফুটবল সংস্থার উদ্যোগে আগামীকাল রবিবার ১৭.১২.২০২৩ তারিখে মুর্শিদাবাদ এর বহরমপুরে অনুষ্ঠিত হতে চলেছে চার দিনের এক কোচেস ক্লিনিক । এই ক্লিনিকে অংশ নিচ্ছেন বিভিন্ন জেলার ২৪ জন গ্রাসরুট পর্যায়ের প্রশিক্ষক। এদের মধ্যে মুর্শিদাবাদের ৯ জন, মালদহের ৫ জন,দক্ষিণ দিনাজপুরের ৩ জন,পূর্ব মেদিনীপুরের ৪ জন, কালিংপং এর ২ জন ও বীরভূমের ১ জন গ্রাসরুট কোচ রয়েছেন। এই কোচেস ক্লিনিকে ইন্সট্রাকটর হিসেবে রয়েছেন সার্বিয়ার উয়েফা প্রো লাইসেন্স ইনস্ট্রাক্টর সেনেসা জেলিক। তাঁকে সহযোগিতা করছেন উয়েফা এ লাইসেন্স্ প্রাপ্ত প্রশিক্ষক মলয় সেনগুপ্ত।
সার্বিয়ার প্রাক্তন এই ফুটবলার জার্মানি, পর্তুগালেও খেলেছেন। বর্তমানে উয়েফা ইন্সট্রাক্টর জেলিক জানালেন, বিভিন্ন বয়স ভিত্তিক খেলোয়াড়দের প্রতিভা বৃদ্ধির জন্যই এই প্রয়াস। তিনি আরো জানান,ইউক্রেনে এই ধরনের পরিকল্পনা ফলপ্রসূ হয়েছে। প্রথমে খেলোয়াড় দের টেকনিক, ট্যাকটিক ও মানসিকতার ওপর গুরুত্ব দিতে কোচে দের ওয়াকিবহাল করা হবে। জেলিকের মতে, এই বয়েসের খেলোয়াড় দের মানসিকতার বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। কারণ এদের মানসিকতার দ্রুত উত্থান পতন ঘটে থাকে। সবার আগে তাই নিজেদের ওপর বিশ্বাস রাখতে শেখানোটা জরুরী।
জেলিক এই ক্লিনিকের বিষয়ে খুব আশাবাদী। সহকারীর দায়িত্বে থাকা মলয় সেনগুপ্ত বলেন, আগামী দিনে ফ্রান্স,স্পেন ও পর্তুগাল থেকেও প্রো লাইসেন্স ইন্সট্রাকটরকে নিয়ে এসে বাংলার অন্যান্য জেলাতেও এই ধরনের ওয়ার্কশপ করা হবে।শনিবার আইএফএ অফিসে সেনেসা জেলিক কে উষ্ণ অভ্যর্থনা জানান আইএফএ সচিব অনির্বাণ দত্ত। উপস্থিত ছিলেন আইএফএ সহ সচিব নজরুল ইসলাম।