
প্রদীপ মাইতি,তাজপুর: শনিবার কাঁথির মহিলা রেঞ্জার অফিসার কে লাঠি দিয়ে মারার হুমকি এবং অকথ্য গালিগালাজ দিয়ে বিতর্কে জড়িয়েছিলেন রামনগরের বিধায়ক তথা রাজ্যের কারা মন্ত্রী অখিল গিরি। সেই ঘটনার জেরে তোলপাড় হয় রাজ্য রাজনীতি। ওই মহিলা রেঞ্জারের কাছে ক্ষমা চাইতে নির্দেশ দেয় দল। কিন্তু ক্ষমা না চাওয়ায় ,মুখ্যমন্ত্রীর নির্দেশে অখিলকে মন্ত্রীত্ব থেকে পদত্যাগের নির্দেশ দেয় দলের শীর্ষ নেতৃত্ব। সেই নির্দেশকে মাথা পেতে নিয়ে রবিবার মন্ত্রীত্ব থেকে পদত্যাগের সিদ্ধান্তের কথা জানালেন অখিল গিরি। তবে
মন্ত্রিত্ব ছাড়ার জন্য তার কোন আফশোষ নেই বলেও সাফ জানান সংবাদ মাধ্যমকে।
মহিলা রেঞ্জারের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়ে অখিল জানিয়ে দেন, উনি এলাকার মানুষের সঙ্গে যে ব্যবহার করেছেন তা মেনে নেওয়া যায় না। তাই ওনার কাছে ক্ষমা চাওয়ার কোনও প্রশ্নই নেই।
সূত্রের খবর, কাঁথির মহিলা রেঞ্জ অফিসারের সঙ্গে কুকথার ভিডিও প্রকাশ্যে আসার পরেই দল কোনও ভাবেই অখিল গিরির পাশে দাঁড়াচ্ছে না বলে স্পষ্ট বার্তা দেয় তৃনমূল শীর্ষ নেতৃত্ব। এরপরেই অখিলকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার নির্দেশ দেওয়া হয়। কিন্তু ক্ষমা না চাওয়ায় , দলের ওপর মহল থেকে অখিলকে জানিয়ে দেওয়া হয় হয় তিনি পদত্যাগ করুন। না হলে তাঁকে প্রয়োজনে বরখাস্ত করা হবে। যা তৃণমূল সরকারের ইতিহাসে নজির বিহীন ঘটনা হিসেবেই বিবেচিত হচ্ছে। তবে জল বেশীদূর গড়ানোর আগেই নিজের মন্ত্রীত্ব থেকে পদত্যাগের কথা জানিয়ে দিলেন অখিল।