
প্রদীপ মাইতি, হলদিয়া:
“চিকিৎসার জন্য সেখ শাহজাহান রাজ্যের বাইরে গেছেন” সন্দশখালির সেখ শাহজাহান এখন কোথায়, এ নিয়ে যখন প্রশ্ন সব মহলে, তখন শেখ শাহজাহানকে নিয়ে বিস্ফোরক দাবি করলেন রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি। । হলদিয়ার একটি অনুষ্ঠানে এসে তিনি দাবি করেন শাহজাহান চিকিৎসার জন্য ভিন রাজ্যে গেছেন।তবে কোথায় গেছেন সে বিষয়ে তার কোন ধারণা নেই বলে জানিয়েছেন মন্ত্রী।অখিল গিরির এই মন্তব্য নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহল তথা রাজ্য জুড়ে।