
চতুর্থীর সকালে দুর্ঘটনা। হাতির হামলায় মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের মাদারিহাটে। জানা গিয়েছে, মৃতের নাম শ্যাম দাস শর্মা। আনুমানিক বয়স ৬৫ বছর। অন্যান্যদিনের মতোই বুধবার সকালে বাড়ি থেকে বেরিয়ে কাজে যাচ্ছিলেন তিনি। স্থানীয়রা জানিয়েছেন, কাজে যাওয়ার সময় দাতাল হামলা করে শ্যামের উপর। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই ব্যক্তির উপর হামলার পর বেশ কিছুক্ষণ সেখানেই ছিল দাতালটি। পরে স্থানীয়রা শ্যামকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে।