সংবাদদাতা, আলিপুরপুয়ারঃ পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে স্ত্রীর। এখবর শুনেই আহত অবস্থাতেই হাসপাতাল থেকে পালাল স্বামী। এমন ঘটনা ঘটেছে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে।
সূত্রের খবর, শনিবার বিকেলে কোচবিহার-আলিপুরদুয়ার রাজ্য সড়কে খোল্টা চেকপোস্ট কাছে ট্রাক্টরের সঙ্গে একটি বাইকের সংঘর্ষ হয়। ঘটনায় বাইকে থাকা এক যুবক ও এক মহিলা গুরুতর জখম হন। গুরুতর অবস্থায় দুই বাইক আরোহীকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তি করানোর কিছুক্ষণের মধ্যেই মহিলার মৃত্যু হয়। হাসপাতাল সূত্রের খবর মৃতের নাম মনু ওরাওঁ , আনুমানিক বয়স ২৭ বছর। আহত যুবকের নাম রঞ্জিত বর্মন।
মনুর মৃত্যু হয়েছে শুনেই গুরুতর আহত অবস্থাতেই রঞ্জিত হাসপাতাল থেকে পালিয়ে যান। হাসপাতাল সুপার পরিতোষ মণ্ডল জানান, মনু’র অবস্থা খুবই আশঙ্কাজনক ছিল। তাঁকে অপারেশন থিয়েটারে নেওয়ার সঙ্গে সঙ্গেই তাঁর মৃত্যু হয়েছে। অন্যদিকে, রঞ্জিত নামে আহত ব্যক্তিকে সিটি স্ক্যান করতে পাঠালে সে সেখান থেকে পালিয়ে যায়। যদিও হাসপাতালে ভর্তির সময় রঞ্জিত তাঁদের দুজনকে স্বামী স্ত্রীর সম্পর্ক দিয়েছিল। রঞ্জিতের খোঁজে তদন্তে নেমেছে পুলিশ।