
শঙ্কর সেনগুপ্ত,আলিপুরদুয়ার: এক বছর নয় দুই বছর নয়, নিখোঁজ হওয়ার ১৭ বছর পরে বাড়িতে ফিরলো ছেলে। শুনতে অবাক লাগলেও এমন ঘটনার সাক্ষী আলিপুরদুয়ার কুমারগ্রাম ব্লকের কামাখ্যাগুড়ি-১ নম্বর পঞ্চায়েতের দক্ষিণ নারারথলি এলাকা। জানা গিয়েছে, নিখোঁজ থাকা ওই যুবকের নাম রঞ্জিত রাভা। বর্তমানে তার বয়স ৩০ বছর। ২০০৭ সালের ১০ ডিসেম্বর যখন সে নিখোঁজ হয়েছিল, তখন তার বয়স ছিল ১৩ বছর। সেসময় কামাখ্যাগুড়ি পুলিস ফাঁড়িতে নিখোঁজ ডায়েরি করেন রঞ্জিতের বাবা নিলেন রাভা। তারপর এক এক করে কেটে গেছে ১৭ টা বছর। পরিবারের হয়তো আশা ক্ষীণ হয়ে গেছিল। তারপর হঠাৎ ১৭ বছর পরে একটি স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে মুম্বই থেকে সে বৃহস্পতিবার রাতে বাড়িতে ফেরে। এতে খুশি পরিবারের সদস্য থেকে শুরু করে এলাকার বাসিন্দারা। রঞ্জিতের বাবা নিলেন রাভা বলেন, ১৭ বছর ধরে ছেলে নিখোঁজ ছিল। একটি সংস্থার মাধ্যমে তাকে খুঁজে পেলাম। বৃহস্পতিবার রাতে আলিপুরদুয়ার থেকে তাকে বাড়িতে নিয়ে আসি। ছেলেকে পেয়ে আমরা সবাই খুশি।