
প্রতীতি ঘোষ, উত্তর ২৪ পরগনা: ২৮ আগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে বক্তব্য রাখতে গিয়ে তৃনমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় মতুয়া ও রাজবংশীদের সম্পর্কে মন্তব্য করেছেন বলে অভিযোগ করেন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি তথা গাইঘাটার বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুর। বুধবার দুপুরে বনগাঁয় ঠাকুরবাড়িতে সাংবাদিক সম্মেলন করে আগামীদিনে রাজবংশীদের সাথে যৌথভাবে আন্দোলনের ডাক দেন অল ইন্ডিয়া মতুয়া মহা সংঘ৷ সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন মতুয়া মহাসংঘের সংঘাধিপতি সুব্রত ঠাকুর সহ অন্যান্যরা। তিনি জানিয়েছেন, আগেও তাঁদের ঠাকুর সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায় বিকৃত মন্তব্য করেছিলেন। এদিন মতুয়াদের অভিযোগ সমাজের পিছিয়ে রাখা মানুষদের ইচ্ছাকৃতভাবে অপমান করেছেন মুখ্যমন্ত্রী।এর প্রতিবাদে আগামী দিনে রাজবংশীদের সাথে যৌথভাবে প্রতিবাদ করা ও নিজেদের অধিকার নিয়ে সোচ্চার হতে দেখা গেল মতুয়াদের ।