
তিতাস বসু, ওঙ্কার বাংলা: অবশেষে ‘পুষ্পা ২’-এর রিলিজ ডেট ঘোষণা করলেন আল্লু অর্জুন। বক্স অফিসে ঝড় তুলেছিল পুষ্পা। ‘পুষ্পা’ ছবির মাধ্যমে প্যান ইন্ডিয়া সুপারস্টার হয়ে ওঠেন দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম তারকা আল্লু অর্জুন।পুষ্পার সিকুয়েল যে আসতে চলেছে তা কার্যত ঘোষণা হয়ে গিয়েছিল পুষ্পা ছবির শেষ দৃশ্যেই। এবারে ফ্যানেদের অপেক্ষার অবসান হলো। ছবির নতুন পোস্টার প্রকাশ করে ‘পুষ্পা ২’ ছবির রিলিজ ডেট জানিয়ে দিলেন আল্লু আর্জুন। ২০২৪ সালের ১৫ ই আগস্ট মুক্তি পাবে ‘পুষ্পা ২’। বক্স অফিসে বলিউডের ‘সিংহম’ অজয় দেবগনের সঙ্গে টক্কর হবে আল্লু অর্জুনের। ২০২৪ এর ১৫ ই আগস্ট মুক্তি পাবে রোহিত শেট্টির ‘সিংহম এগেইন’। এই দিনই মুক্তি পাবে ‘পুষ্পা ২- দ্য রুল’। দেশের স্বাধীনতা দিবসে বক্স অফিসের টক্করে কে জয়ী হন- সেদিকেই নজর থাকবে দেশের আপামর সিনেমাপ্রেমীদের।