
প্রয়াত নোবেলজয়ী অমর্ত সেন। মঙ্গলবার সন্ধ্যায় এই ব্রকিং দুনিয়া ভর প্রথম সারির সংবাদ মাধ্যমে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯। মার্কিন অধ্যাপক ক্লডিয়া গলডিন বাঙালি নোবেলজয়ী অর্থনীতিবিদের মৃত্যুর খবর দেন এক্স হ্যান্ডেলে । যদিও অর্মত্য সেনের পরিবারের তরফে এখনও কিছু জানানো হয়নি। কিন্তু অমর্ত কন্যা নন্দনা সংবাদ সংস্থা পিটিআই কে জানান, ভুয় খবর। সুস্থ আছেন অমর্ত সেন।