
Delta Plane Catches Fire
H- আমেরিকায় ফের বিমান দুর্ঘটনা, অরল্যান্ডোতে দাউদাউ করে জ্বলল মার্কিন বিমান
ওঙ্কার ডেস্ক : ২০২৫ সালের শুরু থেকেই যেন একের পর এক দুঃসংবাদ। ফের আর একবার ভয়াবহ বিমান দুর্ঘটনার সাক্ষী থাকল আমেরিকা। ফ্লোরিডার অরল্যান্ডো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে রানওয়ে ছোঁয়ার মুহূর্তেই আগুন ধরে গেল ডেল্টা এয়ার লাইনস(Delta Air Lines) –এর। একটি যাত্রীবাহী বিমানে। বিমানে তখন ২৮২ জন যাত্রী এবং ১০ জন বিমানকর্মী ছিলেন। আগুন লাগার পর মুহূর্তের মধ্যেই কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। আতঙ্কের মধ্যেই শুরু হয় তৎপর উদ্ধার অভিযান।
ঘটনাটি ঘটে স্থানীয় সময় সোমবার সকাল সওয়া ১১টা নাগাদ। আটলান্টার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল ‘Delta Air Lines 1213’ নম্বর বিমানের। বিমানটি টারম্যাক থেকে রানওয়ের দিকে এগোতেই আচমকাই দাউদাউ করে জ্বলতে শুরু করে একটি ইঞ্জিনের টেলপাইপ। দ্রুত সিদ্ধান্ত নিয়ে পাইলট বিমান থামিয়ে দেন। শুরু হয় জরুরি অবতরণের মতো উদ্ধার কাজ। এমার্জেন্সি স্লাইডের সাহায্যে যাত্রীদের দ্রুত বের করে আনা হয়। পরে তাঁদের টার্মিনালে ফিরিয়ে আনা হয় এবং বিকল্প বিমানে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করা হয়।
বিমানে আগুন লাগার সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। আমেরিকার ফেডারেল এভিয়েশন অথরিটি (FAA) ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। Delta-র তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, “এই পরিস্থিতিতে যাত্রীদের সহযোগিতা এবং ধৈর্যের জন্য আমরা কৃতজ্ঞ। যাত্রীদের নিরাপত্তাই আমাদের প্রধান অগ্রাধিকার।”
যদিও দুর্ঘটনায় কারও প্রাণহানির খবর নেই। তবে বারবার এমন ঘটনায় প্রশ্ন উঠছে, কতটা নিরাপদ আমেরিকার আকাশপথ ? প্রসঙ্গত, চলতি বছরই আমেরিকায় ঘটে গেছে মোট ৩৪টি বিমান দুর্ঘটনা। মৃত্যু হয়েছে অন্তত ১৩০ জনের। ডেল্টার ক্ষেত্রেও এই ঘটনা নতুন নয়। ফেব্রুয়ারিতে তাদের একটি বিমান উল্টে গিয়ে আহত হন ২০ জন। জানুয়ারিতেও ইঞ্জিনে সমস্যা দেখা দেওয়ায় বাতিল হয় আর একটি উড়ান।
তবে কী মার্কিন যাত্রীবিমান পরিবহন আর নিরাপদ নয় ? প্রশ্ন তুলছে যাত্রীরা। দেশের অভ্যন্তরে একের পর এক এই ধরনের দুর্ঘটনা এখন বড়সড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।