
ওঙ্কার ডেস্ক:কয়েকদিনের লাগাতার বৃষ্টিপাতে ধস নেমেছে অন্ডালের নব কাজোড়া কোলিয়ারী সংলগ্ন নব কাজোড়া এলাকায় । শুক্রবার সকাল থেকেই ধস নামতে দেখা যায়।তবে রাতে সেই ধস আরো বড় আকার নেয়।। শনিবার সকাল থেকে গোটা এলাকা জুড়ে ছড়িয়ে যায় ব্যাপক আতঙ্ক। যদিও, ইসিএল কর্তৃপক্ষ ধস কবলিত এলাকা ব্যারিকেড করে দিয়েছে,কিন্তু আতঙ্ক এখনো কাটেনি। এই বিষয়ে এলাকার বাসিন্দা সর্বন কুমার পাশওয়ান বলেন,”কয়লা উত্তোলনের পর ভালো করে বালি দিয়ে ফাঁকা অংশ ভরাট না করার জন্য এভাবে ধস নামছে। আমরা চরম আতঙ্কের মধ্যে রয়েছি। । ধস আরো বাড়লে এলাকায় বিশাল ক্ষতি হয়ে যাবে।”
নব কাজোড়া কোলিয়ারি নিরাপত্তা আধিকারিক প্রণব মুখার্জি বলেন,”নব কাজোড়া কোলিয়ারির নিরাপত্তা বেশ ভালো। কোথাও কোথাও বেআইনিভাবে কয়লা উত্তোলন করা হচ্ছে। সেই জন্য এধরনের ঘটনা ঘটছে। তবে আমাদের নজরদারি চলছে। ধস কবলিত এলাকায় ইতিমধ্যেই ব্যারিকেড করে দেওয়া হয়েছে। ধস কবলিত এলাকাও বালি দিয়ে ভরাট করার কাজ চলছে।”তবে সব মিলিয়ে ব্যাপক আতঙ্কে রয়েছেন এলাকাবাসীরা। ইসি এলের পাশাপাশি সরকারের ও হস্তক্ষেপ চাইছেন এলাকাবাসীরা।