
প্রতীতি ঘোষ, জগদ্দল: ফের শ্রমিক- মালিক অসন্তোষের জেরে বন্ধ হয়ে গেল শিল্পাঞ্চলের আরেকটি জুটমিল। নতুন বছরের আগেই কাজ হারালেন কয়েক হাজার শ্রমিক। বুধবার সকালবেলা স্রমিকেরা কাজ করতে এসে দেখেন বন্ধ হয়ে গেছে জগদ্দলের অ্যাংলো ইন্ডিয়া জুট মিল। যার জেরে কর্মহীন হয়ে পড়লেন প্রায় তিন হাজার শ্রমিক।মিল কর্তৃপক্ষ তরফে এখনো পর্যন্ত মিল বন্ধের কোন নোটিশ দেওয়া হয়নি। এই মিলের শ্রমিকরা জানিয়েছে, দীর্ঘদিন ধরেই শ্রমিকদের ওপর জুলুম বাজি করছে মিল কর্তৃপক্ষ। মাত্রা অতিরিক্ত কাজের চাপ দেওয়া হচ্ছিল। জোর করে অতিরিক্ত কাজ করতে বাধ্য করা হচ্ছিল শ্রমিকদের। যার জেরে চরম সমস্যায় পড়েছিলেন মিল শ্রমিকরা।অতিরিক্ত কাজ করানোর জন্য মালিক ও – শ্রমিক পক্ষের মধ্যে সমস্যার ও সৃষ্টি হয়েছিল।সেই কারণেই এই মিলটি বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানা গেছে।মিল বন্ধ হওয়ার পর যাতে কোনো অপ্রতিকর পরিস্থিতি তৈরি না হয় তাই জন্য মিল গেটে মোতায়ন করা হয়েছিল ভাটপাড়া থানার পুলিশ বাহিনীকে।