
শুভম কর্মকার, বাঁকুড়া:বাঁকুড়া জেলা আদালতে রক্ষাকবচ পেলেন না কয়লা কাণ্ডে অভিযুক্ত অনুপ মাজি ওরফে লালা। তার আগাম জামিনের আবেদন ফের খারিজ করে দিল বাঁকুড়া জেলা আদালত। বুধবার লালার জামিনের আবেদন বিষয়ে শুনানী শেষে জেলা বিচারক মনোজ্যোতি ভট্টাচার্য এই নির্দেশ দেন।