
পার্থ পাল:
ফের বঙ্গ বিজেপি নেতৃত্বের অস্বস্তি বাড়ালেন অনুপম হাজরা। নাম না করে রাজ্য নেতৃত্বকে বেইমান,ঘর শত্রু বিভীষণ আখ্যা দিলেন। রবিবার হাওড়ায় দলের অনুগামীদের কর্মসূচিতে যোগ দিয়েছিলেন তিনি। সেখানেই বিস্ফোরক সর্বভারতীয় সম্পাদক অনুপম হাজরা।
দলের মধ্যে একাধিক গোষ্ঠী। সুকান্ত মজুমদার কোনও কর্মসূচিতে থাকলে দেখা যায় না শুভেন্দু অধিকারী। দিলীপ ঘোষ, রাহুল সিনহাদের আলাদা আলাদা অনুগামী রয়েছে। এহেন অবস্থায় বঙ্গ বিজেপি নেতৃত্বের মাথা ব্যাথা বাড়ালো সর্বভারতীয় সম্পাদক অনুপম হাজরা। রবিবার হাওড়ায় দলীয় কার্যালয়ের অদুরে বিজেপি বাঁচাও মঞ্চের কর্মসূচিতে যোগ দেন। সেখানে নাম না করে বিজেপির রাজ্য নেতৃত্বদের বেইমান, ঘর শত্রু বিভীষণ, তৃণমূলের সঙ্গে সেটিং করে চলা লোক বিশেষণে ভূষিত করলেন। পাশাপাশি তিনি আরো অভিযোগ করলেন এইসব অযোগ্য নেতৃত্বদের জন্য বহু মানুষ বসে যাচ্ছে এবং তারা আগামীদিনে অন্য দলে যাওয়ার পরিকল্পনা করছে।
যদি হাওড়া গ্রামীনের বিজেপি সভাপতি এই অভিযোগ মানতে নারাজ।
রাজ্য থেকে লোকসভা নির্বাচনে ৩৫ টি আসনের লক্ষ মাত্রা দিয়েছেন, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। বুধবার স্বশরীরে কলকাতার ধর্মতলায় কর্মসূচিতে আসবেন, তা আগে দলীয় নেতৃত্বের কোন্দল বিজেপি কর্মীদের কাছে দ্বন্দ্ব তৈরি করবে বলেই মনে করে রাজনৈতিক মহলের একাংশ।