
সুনন্দা দত্ত,হুগলী:লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই পাল্লা দিয়ে বাড়ছে রাজনৈতিক নেতা-নেত্রীদের একে অপরকে লক্ষ্য করে আক্রমণের বহর । কখনও সেই আক্রমণ ছাড়িয়ে যাচ্ছে শালীনতার গণ্ডিও। এবার সিপিএম নেতা সুজন চক্রবর্তীকে নজিরবিহীন আক্রমণ করলেন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার।সম্প্রতি সিপিএম নেতা সুজন চক্রবর্তীকে উদ্দেশ্য করে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি পোস্ট করেন সাংসদ অপরূপা পোদ্দার। । এই পোস্টে সিপিএম নেতা সুজন চক্রবর্তীর নাম নিয়ে বেশ কিছু তথ্য তুলে ধরেন তিনি। একটি সারমেয়র ছবি পোস্ট করেন তিনি , ছবির নিচে লেখা ছিলো, ‘ চোরের মায়ের বড় গলা।’ সিপিএম নেতাকে লক্ষ্য করে এই আক্রমণ মুহূর্তের মধ্যে ছড়িয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।
সেই পোস্টে অপরূপা দাবি করেন, সুজন চক্রবর্তীর বাড়িতে একটি পোষ্য ছিল। সেই সারমেয় বামফ্রন্ট সরকারের আমলে পুলিশ ডগ স্কোয়াডে চাকরি করত। নিয়ম অনুযায়ী সারমেয়দের মালিককে এক্ষেত্রে বেতন দেওয়া হয়। অপরূপা এরপর দাবি করেন, সেই সারমেয় পেনশন ও পেতেন। এবং ওই সারমেয়র বেতন এবং পেনশন নিতেন সুজন চক্রবর্তী ।তবে শুধু সোশ্যাল মিডিয়ায় পোস্টই করেননি অপরূপা।সংবাদমাধ্যমের কাছেও এই অভিযোগ করেন তিনি।
উল্লেখ্য সোশ্যাল মিডিয়ায় করা পোস্টে কোথাও সুজন চক্রবর্তীর ছবি তিনি ব্যাবহার করেননি অপরূপা । তবে অনেকেই মনে করছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তীর উদ্দেশে তিনি এই পোস্ট করেছেন। তবে এই অভিযোগের পরিপ্রেক্ষিতে সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে তরফ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।