
নিজস্ব প্রতিনিধি :সম্প্রতি মুক্তি পেতে চলেছে দ্যা হোয়াইট হর্স এন্টারটেনমেন্ট নিবেদিত শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর কাহিনী অবলম্বনে বাংলা চলচ্চিত্র “অরক্ষণীয়া”। কলকাতা প্রেস ক্লাবে তার পোস্টার লঞ্চ হয়ে গেল আজ। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন ইয়াসমিন ইব্রাহীম এবং সর্বজিৎ মণ্ডল। মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন বিশ্বজিৎ চক্রবর্তী, সোমা চক্রবর্তী, তমাল রায়চৌধুরী, দেবাশিস গাঙ্গুলি, রাজু মজুমদার এবং অপলক যশ প্রমূখ।