
ওঙ্কার ডেস্ক : আরিয়াদহে ছেলে ও মা-কে মারধরের ঘটনায় মূল অভিযুক্ত জয়ন্ত সিং-এর চার দিনের পুলিশি হেফাজত. পুলিশি হেফাজতের নির্দেশ ব্যারাকপুর আদালতের. প্রসঙ্গত, বৃহস্পতিবারই অভিযুক্তকে আদালতে পেশ করা হয়. জয়ন্তর ১০ দিনের হেফাজতের আবেদন করেছিল বেলঘড়িয়া থানার পুলিশ. অন্যদিকে, জামিনের আবেদন করেছিলেন অভিযুক্তের আইনজীবী. দু পক্ষের সওয়াল-জবাব শোনার পর জয়ন্তকে ৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিল আদালত. ৮ জুলাই ফের তাকে আদালতে পেশ করা হবে.