
প্রতীতি ঘোষ, ব্যারাকপুর : জয়ন্ত সিংহকে সঙ্গে নিয়ে আড়িয়াদহর তালতলা স্পোর্টিং ক্লাবে পৌঁছল পুলিশ । এই ক্লাবেই মারধরের ঘটনায় তোলপাড় গোটা রাজ্য। মারধরের হাড়হিম করা ভিডিও সামনে আসার পর, গোটা ঘটনাটি পুনর্নির্মাণ করতে ক্লাবে পৌঁছলো পুলিশ। এলাকাবাসীদের দাবি, তালতলা ক্লাবে দীর্ঘদিন ধরেই অসামাজিক কাজকর্ম চালাতো এই জয়ন্ত সিং. অবশেষে এই ক্লাব সিল করলো পুলিশ.
এদিকে, গ্রেফতারের পরেও বেপরোয়া মনোভাব আড়িয়াদহের ‘ত্রাস’ জয়ন্ত সিং-এর. এদিন সংবাদমাধ্যমের প্রশ্ন করলে পুলিশের সামনেই সংবাদমাধ্যমকে ধাক্কা দেয় জয়ন্ত.
উল্লেখ্য, জয়ন্ত-বাহিনীর একের পর এক কুকীর্তি সামনে আসতেই শোরগোল পড়ে গেছে রাজ্যজুড়ে. তবে, কোন প্রভাবশালীর মদতে এত বাড়বাড়ন্ত জয়ন্তর ? আড়িয়াদহজুড়ে জায়েন্ট-বাহিনীর তাণ্ডব, কিছুই কি জানতো না পুলিশ-প্রশাসন ?