
প্রতীতি ঘোষ:রবিবার রাতে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের জন্য বিজেপির প্রার্থী হিসাবে অর্জুন সিংয়ের নাম ঘোষণা হওয়ার পর ,সোমবার দোলের দিন সকালে নৈহাটি অরবিন্দ রোডে বড় মা কালী মন্দিরে পুজো দিয়ে নিজের নির্বাচনী প্রচার শুরু করলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং।এখানে প্রচার করার পাশাপাশি একাধিক মন্দিরেও পুজো দেন তিনি। অন্যদিকে আজ সকালেই ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক বলেছেন নির্বাচনের ফল ঘোষণার দিন অর্জুন সিং চোখে সর্ষে ফুল দেখবে। এ বিষয়ে তিনি বলেন ১৪০ বছরের তার পরিবার বাংলায় বসবাস করে মানুষের সেবা করে যাচ্ছে। সেই অনুযায়ী এবারেও সাধারণ মানুষের আশীর্বাদ তিনি পাবেন বলে জানান।