
প্রতীতি ঘোষ, ওঙ্কার বাংলা: তৃণমূল কংগ্রেসের কর্মী সন্তোষ যাদব গত ৩১ জানুয়ারি ভরদুপুরে খুন হন। নৈহাটিতে গুলি করে তাঁকে খুন করা হয় বলে অভিযোগ ওঠে। সেই ঘটনায় গোড়া থেকেই বিজেপি নেতা অর্জুন সিংকে নিশানা করে আসছে জোড়াফুল শিবির। এবার সরাসরি অর্জুন সিং এর নামে পোস্টার দিল তৃণমূল কংগ্রেস।
ব্যারাকপুরের বর্তমান সাংসদ পার্থ ভৌমিক, নৈহাটির বিধায়ক সনৎ দে এই ঘটনায় ব্যারাকপুরের প্রাক্তন সংসদ অর্জুন সিংকে নিশানা করেছেন। তৃণমূলের অভিযোগ, বিজেপি নেতা অর্জুন সিং এর মদতেই খুন করা হয়েছে তৃণমূল কংগ্রেস কর্মী সন্তোষ যাদবকে। এই খুনের ঘটনার পর সরগরম হয়ে ওঠে শিল্পাঞ্চলের রাজনীতি। অর্জুন সিংকে অভিযুক্ত করে তৃণমূল কংগ্রেসের তরফে নৈহাটির বিভিন্ন জায়গায় দেওয়া হয় পোস্টার। এবার ভাটপাড়াতেও সেই পোস্টার পড়ল।
ভাটপাড়া পৌরসভার গেটের সামনে দেখা গেল তৃণমূল কর্মী সন্তোষ যাদব খুনে ‘অর্জুন সিং জবাব চাই জবাব দাও’ লেখা পোস্টার। পথচলতি মানুষ বারবার থমকে দাঁড়িয়েছেন পোস্টার দেখে। বিষয়টি নিয়ে ভাটপাড়া পৌরসভার ভাইস চেয়ারম্যান তথা ভাটপাড়া শহর সভাপতি দেবজ্যোতি ঘোষ বলেন, প্রাক্তন সংসদ অর্জুন সিং এর নক্কারজনক চেহারাটা দেখেছে মানুষ। অন্যদিকে গোটা বিষয়টি নিয়ে বিজেপি নেতা অর্জুন ঘনিষ্ঠ প্রিয়াংগু পাণ্ডে বলেন, ‘ওরা যত পোস্টার লাগাবে তত বিজেপি শক্তিশালী হবে।’