
ওঙ্কার ডেস্ক : ভোটে বিজেপির ভরাডুবি নিয়ে বিস্ফোরক দিলীপ ঘোষ. রবিবার দলীয় এক সভায় বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি বলেন, ‘আমরা সংগঠন জানি, আন্দোলন জানি কিন্তু ভোট করাতে জানি না’. এবার দলের সাংগঠনিক দুর্বলতা নিয়ে সুর চড়ালেন অর্জুন সিং. দিলীপের মন্তব্যকে সমর্থন করে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ বলেন, ‘দলে অনেক নেতা-কর্মী রয়েছেন যারা তৃণমূলের সঙ্গে যুক্ত। তাঁরা কী করে ভোট করাবেন? ভোটের দিন তাঁদের দেখাই যায় নি. দেরিতে হলেও দিলীপ দা বুঝেছেন’