
ওঙ্কার ডেস্ক,আজ দিল্লি যাচ্ছি ,কাল বিজেপিতে যোগ দেব সব জল্পনার অবসান ঘটিয়ে সংবাদ মাধ্যমকে জানলেন সাংসদ অর্জুন সিং।ব্রিগেডের সভায় ঘোষিত তৃনমূলের প্রার্থী তালিকায় নিজের নাম না থাকায় ,প্রথম থেকেই ক্ষোভ প্রকাশ করেছিলেন অর্জুন সিং। ।তৃনমূল ছাড়ার ইঙ্গিত দিলেও সরাসরি এই বিষয়ে কিছু বলতে চাননি ব্যারাকপুরের এই দাপুটে সাংসদ।তার ঘর থেকে মমতা ও অভিষেক বন্দোপাধ্যায় এর ছবি সরিয়ে ফেলতেও দেখা গিয়েছিলো।অবশেষে বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে অর্জুন বলেন বৃহস্পতিবার আমি দিল্লি যাচ্ছি।শুক্রবার বিজেপিতে যোগ দেব।পাশাপাশি তার বিজেপিতে যোগদান করায় সমর্থকেরা খুশি বলেও জানিয়েছেন তিনি।সাংবাদিক বৈঠকের কিছুক্ষন পরেই অর্জুন রওনা দেন দিল্লীর উদ্দেশ্যে।তাকে ঘিরে জয়ধ্বনি দিতেও দেখা যায় গেরুয়া সমর্থকদের।