
প্রতীতি ঘোষ, ব্যারাকপুর:অবশেষে জল্পনা সত্যি হতে চলছে,দল ছাড়তে চলেছেন অর্জুন সিং।লোকসভা নির্বাচনে ব্যারাকপুর কেন্দ্রের তৃনমূল প্রার্থী পার্থ ভৌমিকের সঙ্গে তার সরাসরি লড়াই হবে বলে জানালেন তিনি।পাশাপাশি মোদী ও বিজেপির ভুয়সী প্রশংসাও শোনা গেল ব্যারাকপুরের সাংসদের মুখে।লোকসভার নির্বাচন লড়াই হবে পার্থ ভৌমিকের সঙ্গে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে ১৮০ ডিগ্রি ঘুরে মন্তব্য অর্জুন সিংয়ের।রবিবার ব্রিগেডের জনগর্জন মঞ্চ থেকে তৃণমূলের প্রার্থীদের নাম ঘোষণা করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু তাৎপর্যপূর্ণভাবে ব্যারাকপুর লোকসভা থেকে বাদ দেওয়া হয়েছিলো সংসদ অর্জুন সিং কে।তারপর থেকেই দলের প্রতি খানিকটা হতাশ হতে দেখা গিয়েছিল ব্যারাকপুরের দাপুটে নেতাকে।জল্পনা তৈরি হয়েছিল তাহলে কি দল ছাড়ছেন অর্জুন সিং? সেই জল্পনা এইবার কার্যতা সত্যি হওয়ার পথে। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে অর্জুন বলেন তিনি তৃণমূলে এসে ভুল করেছিলেন। এবার বারাকপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিক এর সাথে তার লড়াইয়ের ময়দানে দেখা হবে ।
এর পাশপাশি নরেন্দ্র মোদীর ভুয়সী প্রশংসা করে বলেন এবারের লোকসভা নির্বাচনে বিজেপি তৃনমূলের চেয়ে বেশি আসন পাবে।
শুধু তাই নয় সোমবার পর্যন্ত অর্জুন সিং এর ঘরে -অফিসে লাগানো ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্টার ছবি। আজ সকালে সমস্ত চিত্রটাই পাল্টে গেল। দেওয়াল থেকে খুলে ফেলা হয়েছে পোস্টার ছবি।