
ওঙ্কার ডেস্ক : বুধবার বিজেপির বৈঠক থেকে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্লোগান ‘সব কা সাথ, সব কা বিকাশ’ বন্ধ করার ডাক দিয়েছিলেন শুভেন্দু অধিকারী. এর বদলে তিনি বলেন, ‘জো হমারে সাথ, হম উনকে সাথ’. বিরোধী দলনেতার এই মন্তব্যের পরেই বিতর্ক বাধে, দুভাগে বিভক্ত গেরুয়া শিবির. তবে এই বিতর্কে শুভেন্দুকে সমর্থন করে অর্জুন সিং বলেন, ‘মোদীজির স্লোগানের বিরোধিতা করেননি শুভেন্দু. যা বলেছেন ঠিক বলেছেন.’