
আশিস মন্ডল, ওঙ্কার বাংলা: আরিফ শেখ নামে অষ্টম শ্রেণীর এক ছাত্রের খুনের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে যথোপযুক্ত পদক্ষেপ গ্রহণ না করার অভিযোগ উঠেছে। এবারে অভিযুক্তদের বিরুদ্ধে সঠিক পদক্ষেপের দাবি জানিয়ে মহকুমা আধিকারিকের দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভ। বুধবার সকাল থেকে রামপুরহাট মহকুমা পুলিশ আধিকারিকের দফতরের সামনে শুরু হয় অবস্থান বিক্ষোভ।
সুত্রের খবর, গত ১১ই জুলাই বীরভূমের নলহাটি থানার জয়পুর গ্রাম সংলগ্ন ব্রাহ্মণী নদীর চর থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হয় আরিফ শেখ নামে এক অষ্টম শ্রেণীর ছাত্রের নিথর শরীর। এরপর নলহাটি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন আরিফ শেখের বাবা। তদন্তে নেমে আরিফ শেখের তিন সহপাঠীকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে নলহাটি থানার পুলিশ। যে তিনজনকে জিজ্ঞাসাবাদ করার জন্য পুলিশ আটক করেছিল তাদের ছেড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ আরিফ শেখের পরিবারের সদস্যদের। তাই অবিলম্বে অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন আরিফের পরিবারের সদস্য সহ এলাকার বাসিন্দারা। আর এই দাবিতে মহকুমা পুলিশ আধিকারিকের দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভ করেন তারা।