
জয়ন্ত সাহা, আসানসোল: এক আদিবাসী মহিলাকে হেনস্থা করেছে এক জন পুলিশ অফিসার ,এই অভিযোগে আসানসোলের বারাবনি থানা ঘিরে তুমুল বিক্ষোভ আদিবাসী সম্প্রদায়ের। ওই অফিসারকে ক্ষমা চাইতে হবে এবং ও তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তোলেন বিক্ষোভকারীরা।বর্তমানে থানা ঘিরে তুমুল বিক্ষোভ চলছে,শুরু হয়েছে পথ অবরোধ